Image description

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর 'রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মিলনায়তনে আজ সোমবার দুপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, 'এত বড় একটা অভ্যুত্থানের পর এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করে গড়ে তোলার। কিন্তু আমরা চারদিকে দেখছি আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেকে চলে যাচ্ছেন।'

'চারদিকে দেখছি একটা অনৈক্যের সুর। তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি,' বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'পৃথিবী প্রতিযোগিতাপূর্ণ হয়ে গেছে। তুমি যদি টিকতে না পার, তাহলে নিক্ষিপ্ত হয়ে যাবে। তোমাকে তৈরি হতে হবে।'

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, 'আমাদের দুর্ভাগ্য যে, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত নিম্নমানের। এর জন্য দায়ী রাজনীতিবিদরাই, এর জন্য দায়ী আমরাই, এর জন্য দায়ী আমাদের আমলাতন্ত্র।'

মির্জা ফখরুল বলেন, 'আমাদের স্যাররা আন্দোলন করছেন, রাস্তায় আছেন বেতনের জন্য। অনেক ভালো হতো যদি আমরা পুরোপুরি এটাকে পরিবর্তন করে শুধু অতি মেধাবী শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা এবং আমাদের সাধারণ বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারতাম।'

কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষার ওপর জোর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।