
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে যে জুলাই সনদ স্বাক্ষরিত হতে যাচ্ছে তার আইনগতভিত্তির জন্য আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের ব্যবস্থা করতে হবে।
বৃহস্পতিাবর তার নির্বাচনি এলাকা বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দলুয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, বাংলাদেশে সম্পদের অভাব নেই অভাব শুধু সৎ ও যোগ্য নেতৃত্বের । বিগত ৫৪ বছর দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব না থাকায় বাংলাদেশ থেকে ২৭ হাজার কোটি টাকা কোটি টাকা বিদেশে পাচার হয়েছে; যা আমাদের দেশের তিনটি বাজেটের সমপরিমাণ ।
এটিএম আজহারুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যদি বাংলাদেশ জামায়াত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে সবার আগে সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করা হবে। আমরা দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতেও দেব না ।
এ টি এম আজহার আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পালাবদলের জন্য হয়নি। অতীতের শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য আবু সাঈদ, মুগ্ধরা প্রাণ দিয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হবে ।
তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। আপনার আমার জন্য দোয়া করেছেন। অনেক মা-বোন আমার মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি ।
তিনি বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের মাধ্যমে সরকার করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল।
ইউনিয়ন আমির কাজী আব্দুল মাজুদের সভাপতি উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত রআমি শাহ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।