Image description
 

বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

আজ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে যাবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তারা ছাড়াও জামায়াতের আরও অনেক নেতা উপস্থিত থাকবেন।

সেখানে হাজির থাকলেও সনদে স্বাক্ষর করা নিয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত। বিষয়টি জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, ‘সনদ কীভাবে বাস্তবায়ন হবে, সেই ড্রাফটটা দেয়নি। ওইটা পাওয়ার পরেই সিদ্ধান্ত নেব সই করব কি না।’

গত ৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন বাস্তবায়ন পদ্ধতির খসড়া নিয়ে বৈঠক করেছে। ১১ অক্টোবরের আগেই খসড়া হাতে আসার কথা ছিল রাজনৈতিক দলগুলোর। তবে এখনও তা হাতে পায়নি জামায়াত। সে কারণেই এখনও সিদ্ধান্ত নিতে পারেনি।

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি (এনিসিপি) ইতোমধ্যেই এই অনুষ্ঠানে যাবে না বলে জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় দলটি। এরপর একাধিক দল এই অনুষ্ঠানই বয়কটের ঘোষণা দেয়। তবে জামায়াত সে পথে না হাঁটলেও সনদে স্বাক্ষর নিয়ে নিশ্চয়তা দেয়নি।