Image description
 

কয়েক মাস আগেই ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীনের তৈরি যুদ্ধবিমান ধ্বংস করেছিল উভয়পক্ষ। আর এর মাধ্যমেই নিজ নিজ দেশের শক্তির পরিচয় ও মাত্রা তুলে ধরে ভারত ও পাকিস্তান। 

স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন জেগেছে- কোন দেশের বিমানবাহিনী বেশি শক্তিশালী? শক্তির নিরিখে পাকিস্তান ও ভারতের বিমানসেনারা বিশ্বের কত নম্বরে আছে?

এসব প্রশ্নের উত্তর মিলেছে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের (ডব্লিউডিএমএমএ) সর্বশেষ তথ্যে।

সদ্য প্রকাশিত ডব্লিউডিএমএমএ-র তালিকা অনুযায়ী, বিমানবাহিনীর শক্তির নিরিখে ভারত বর্তমানে বিশ্বের তৃতীয় দেশ। তালিকায় ভারতের ওপরে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। 

অর্থাৎ বর্তমানে ভারতের বিমানবাহিনীই এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী। 

ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের এই ক্রমতালিকা কেবল যুদ্ধবিমানের বিবেচনাতেই তৈরি হয়নি, সার্বিক শক্তির নিরিখে এই তালিকা তৈরি করা হয়েছে।

সংস্থাটির ‘ট্রু ভ্যালু রেটিং’ অনুযায়ী, ভারতের স্কোর ৬৯.৪ এবং চীনের ৫৮.১। ভারতের কাছে এই মুহূর্তে রয়েছে ১ হাজার ৭১৬টি সামরিক বিমান রয়েছে। এর মধ্যে ৩১ শতাংশ যুদ্ধবিমান। 

এদিকে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি এয়ারক্র্যাফ্টের তালিকায় যুক্তরাষ্ট্রের ট্রু ভ্যালু রেটিং ২৪২.৯। জাপান এবং ইসরাইল এই তালিকায় যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে। 

এরপরেই চীনের অবস্থান হলেও তালিকার ১৪তম স্থানে জায়গা পেয়েছে ভারতের চির বৈরী প্রতিবেশী পাকিস্তান। 

 

যদিও গত মে মাসে হওয়া ভারত-পাকিস্তান সংঘাতে নিজেদের শক্তিমত্তার জুতসই জানান দেয় পাকিস্তান। রাফালসহ ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান ও ড্রোন ধ্বংস করে পাকিস্তানের বিমান ও প্রতিরক্ষা বাহিনী।ভারতের পালটা জবাবে বেশ ক্ষয়ক্ষতিও হয় পাকিস্তানের। সূত্র: হিন্দুস্তান টাইমস