
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দলের প্রার্থী এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, আমি আপনাদের দোয়ায় ফাঁসির মঞ্চ থেকে ফিরে এসেছি। আপনার আমার জন্য দোয়া করেছেন। অনেক মা-বোন আমার মুক্তির জন্য রোজা রেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন এজন্য আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনার আমার জন্য দোয়া করবেন আমি যেন মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে যেতে পারি।
বৃহস্পতিবার তার নির্বাচনি এলাকা বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের দলুয়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিষ্ণুপুর ইউনিয়ন শাখা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এটিএম আজহার বলেন, আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনের মাধ্যমে সরকার করতে পারলে শিক্ষক সমাজের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। আওয়ামী শাসনামলে মানুষ গড়ার কারিগর শিক্ষকরা নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল।
ইউনিয়ন আমির কাজী আব্দুল মাজুদের সভাপতি উক্ত পথসভায় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত রআমি শাহ মুহাম্মদ রুস্তম, সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম প্রমুখ।