Image description
 

৫ দফা দাবিতে সাতক্ষীরায় দুই কিলোমিটারজুড়ে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৫ অক্টোবর) বিকালে খুলনারোড মোড় থেকে ইটাগাছা হাটের মোড় পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে- ‘জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা’, ‘পিআর পদ্ধতিতে সংসদের উভয় কক্ষের নির্বাচন’, ‘অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ’, ‘ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা’ এবং ‘স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা’।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, এই ৫ দফা দাবিই গণমানুষের মুক্তির দাবি। এগুলো বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

 

একই সময়ে খুলনারোড মোড়, কোর্টসংলগ্ন সড়ক, নিউমার্কেট মোড় ও তুফানমোড়ে পৃথকভাবে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। খুলনারোড মোড়ে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, কোর্টের সামনে নেতৃত্ব দেন সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, নিউমার্কেটে বক্তব্য দেন শহিদুল ইসলাম মুকুল এবং তুফানমোড়ে প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

 

মাওলানা আজিজুর রহমান বলেন, হাজারো মানুষ সড়কে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছে। যদি সরকার জনগণের ভাষা না বোঝে, তবে জনগণ যে ভাষায় সরকার বুঝবে, সেই ভাষায়ই দাবির কথা জানানো হবে।

 

অধ্যাপক ওমর ফারুক বলেন, জামায়াতে ইসলামী গণমানুষের রাজনীতি করে। কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয় দেশ ও জনগণের স্বার্থেই আমাদের আন্দোলন।

বক্তারা আরও বলেন, জুলাই সনদের বিরোধীরা অজুহাত দিচ্ছে যে নির্বাচনের আগে গণভোটে সমস্যা হতে পারে। কিন্তু গণভোটই প্রকৃতপক্ষে হবে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এতে জনগণ বুঝতে পারবে কে গণতন্ত্র চায়, কে চায় না।

জেলা নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় জনগণের আন্দোলন আরও বিস্তৃত হবে।

দুই কিলোমিটারজুড়ে সড়কজুড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে খুলনারোড থেকে ইটাগাছা পর্যন্ত এলাকা। বক্তাদের দাবি, জনগণের শান্তিপূর্ণ এ আন্দোলন সরকারের দমননীতির বিরুদ্ধে গণআন্দোলনের সূচনা মাত্র।