
রংপুরের তারাগঞ্জে ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গ্রামপুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন রশিদুল ইসলাম (৩৭) নামে এক কৃষক। বর্তমানে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর সরকারপাড়া গ্রামের ইউনুস কাজীর ছেলে রশিদুল ইসলাম দেড় বছর আগে তার স্ত্রী রাবেয়া বেগমের মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলটকে ৮ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কার্ড না পেয়ে তিনি মঙ্গলবার ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা ফেরত চান।
এ সময় চেয়ারম্যান আল ইবাদত হোসেন টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে রশিদুলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। পরে চেয়ারম্যান ও গ্রামপুলিশ সদস্যরা তাকে বেদম মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, ওকে দু-একটা থাপ্পড় মারা হয়েছে, এর বেশি কিছু না। তবে মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।