Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ হলে মোট ভোট কাস্ট হয়েছে ৪৯৭ টি। এতে ভিপি, জিএস ও এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড় ১২ টার দিকে ফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৩ ভোট। ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মো. ইব্রাহীম হোসেন পেয়েছেন ৯০ ভোট। বৈচিত্র্যের ঐক্যের ধ্রুব বড়ুয়া পেয়েছেন ৯০ ভোট।

জিএস পদে ছাত্রদলের প্রার্থী মো. শাফায়াত হোসেন ১৬৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। ছাত্রশিবিরের প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ৮৩ ভোট। বৈচিত্র্যের ঐক্যের সুদর্শন চাকমা পেয়েছেন ১৩১ ভোট। এজিএস পদে ছাত্রদল সমর্থিত আয়ুবুর রহমান তৌফিক ২৬৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।

এদিকে চাকসু নির্বাচন ঘিরে রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরআগে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর রেলগেট এলাকার রফিক ছাত্রাবাসের সামনে ভোট গ্রাহণের সময় প্রায় শতাধিক বহিরাগত ছাত্রদল ও যুবদলের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।