
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, দুর্গতদের পুনর্বাসন এবং ঘটনার কারণ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিহনি বলেন, আমাদের দেশে প্রতি বছরই প্রভূত সংখ্যক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যাপকভাবে প্রাণ ও সম্পদহানীর ঘটনা ঘটলেও ঘটনার পূনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের কার্যকর কোন পদক্ষেপ নেই। ফলে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলী ট্রাজেডির ভয়াবহ স্মৃতি প্রতিনিয়তই আমাদেরকে বহন করতে হচ্ছে। কোন অগ্নিদুর্ঘটনার পর সরকার বা সংশ্লিষ্ট বিভাগের ইতিবাচক তৎপরতা লক্ষ্য করা গেলেও এর কোন সফল পরিসমাপ্তি থাকে না। ফলে দেশে নিয়মিত বিরতিতে অগ্নিদুর্ঘটনা ঘটে। সে ধারাবাহিকতায় ১৪ অক্টোবর মিরপুরের শিয়ালবাড়ীতে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক প্রাণহানি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
সেলিম উদ্দিন অগ্নিদুর্গতদের কল্যাণে জামায়াতের অবস্থানের কথা উল্লেখ করে বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমান ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে প্রত্যেক শহীদ পরিবারের জন্য এক লাখ টাকার অনুদান ঘোষণা করেছেন। মূলত, জামায়াত অগ্নিদুর্গতদের দুর্দশা লাঘবে সম্ভব সবকিছুই করতে প্রস্তুত রয়েছে। তিনি দুর্ঘটনায় নিহতদের শাহাদাত কামনা করে মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন এবং দুর্গতদের দুর্দশা লাঘবে সরকার, রাজনৈতিক সংগঠন, দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষকে মুক্ত হচ্ছে এগিয়ে আসার আহবান জানান তিনি।