Image description
 

দলের মনোনয়ন নিয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা সিলেটের সাবেক মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী এবার স্থানীয় সমস্যার সমাধানে আন্দোলনের ডাক দিয়েছেন। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপে এক খুদেবার্তা পাঠিয়ে তিনি সিলেটবাসীর প্রতি এ আহ্বান জানান।

 

খুদেবার্তায় আরিফ জানান, ‘গণজমায়েতের অংশ হিসেবে আগামী রোববার বেলা ১১টায় সিলেট নগরের কোর্ট পয়েন্ট এলাকায় এক সমাবেশ হবে। বৃহত্তর সিলেটের যোগাযোগব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলমান দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াতে জনগণের অধিকার মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। এই অব্যবস্থাপনা ও অবিচারের প্রতিবাদে এবং একটি যথাযথ উন্নয়নমূলক, স্বচ্ছ ও টেকসই যোগাযোগব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে আমরা সবাই একত্র হব। আসুন দলমত–নির্বিশেষে আমরা সবাই একত্র হই, আমাদের প্রিয় সিলেটের অধিকার আদায়ের এই ন্যায্য আন্দোলনে।’ এতে অংশ নিতে বৃহত্তর সিলেটবাসীর প্রতি অনুরোধ জানান তিনি।

 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট–ঢাকা মহাসড়ক ও রেল যোগাযোগের দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আরিফুল হক। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে সিলেটবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

 

তিনি বলেন, সিলেট ঢাকা মহাসড়কের অবস্থা অত্যন্ত নাজুক। তিন থেকে চার ঘণ্টায় ওই মহাসড়ক দিয়ে আগে সিলেট থেকে ঢাকায় যাওয়া যেত, এখন ১৫ থেকে ২৪ ঘণ্টাও লাগছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও সমাধানে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেই। এ অবস্থা নিরসনে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। দলমত–নির্বিশেষে সিলেটের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ আমরা কামনা করছি।

 

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার ঢাকা-সিলেট মহাসড়কের চার লেনে উন্নীতকরণের কাজ দীর্ঘ আট বছর ধরে চলছে।