Image description

রাঙামাটি জেলায় সংসদীয় আসন একটিই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে বিএনপি থেকে একাধিক মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। অন্যান্য দলও ভোটের মাঠ গোছাচ্ছে।

সব মিলে সেখানে বইছে ভোটের আগাম হাওয়া। চলছে প্রচার-প্রচারণা। এরই মধ্যে ঘোষিত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন। ভোটাররা চায়ের কাপে ঝড় তুলছেন ভোটের নানা আলোচনায়।

এখানে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আছেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, দলের কেন্দ্রীয় কমিটির নেতা লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন বলেন, ‘আমরা মাঠ গোছানোর কাজ করছি। আপাতত নির্বাচন সামনে রেখে সংগঠন গোছানোর কাজও করছি।’

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আগামী নির্বাচনে প্রার্থী দেবে কি না তা এখনো নিশ্চিত করেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, ঊষাতন তালুকদার বা গৌতম চাকমা হতে পারেন জনসংহতি সমিতির প্রার্থী। দলের বাইরে গিয়ে পাহাড়ি সুশীল সমাজ থেকেও প্রার্থী করতে পারে দলটি।

জামায়াতে ইসলামী প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহমেদকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) আগামী জাতীয় নির্বাচনে এখনো প্রার্থী ঠিক করেনি। দলটির প্রধান প্রসীত বিকাশ খীসা, সংগঠক সচিব চাকমা কিংবা আলোচিত নেতা মাইকেল চাকমা এখানে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে এখানে প্রার্থী হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি। দলের জেলা কমিটির আহ্বায়ক বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’