Image description
 

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে জাতি জবাবদিহিতামূলক সরকার পাবে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বৃহস্পতিবার ঢাকা-৮ নির্বাচনি এলাকার শাহবাগে গণসংযোগ পূর্বক পথ-সভায় তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াত আমির এরইমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন জনগণ সরকার গঠনের সুযোগ দিলে জামায়াতের দলীয় কোনো এমপি-মন্ত্রী ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবেন না, কেউ নিজ হাতে রাষ্ট্রীয় টাকা চালাচালি করবেন না। কোনো উন্নয়ন প্রকল্পের জন্য যেই বরাদ্দ দেওয়া হবে কাজ শেষে বরাদ্দকৃত টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরবে। জনগণের হিসাব জনগণ বুঝিয়ে দেওয়ার মাধ্যমে জামায়াত জবাবদিহিতা মূলক সরকার ব্যবস্থা নিশ্চিত করবে।

 

ড. হেলাল উদ্দিন আরো বলেন, কোনো রাষ্ট্রে জবাবদিহিতা মূলক সরকার থাকলে ওই রাষ্ট্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটপাট, জুলুম-নির্যাতন, বৈষম্য, অন্যায়-অবিচার চিরতরে বন্ধ হয়ে যায়। জবাবদিহিতামূলক সরকার কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না। জামায়াতে ইসলামী বৈষ্যম্যহীন সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

সভা শেষে ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে শাহবাগ থানা জামায়াতের নেতারা শাহবাগে গণসংযোগ করেন। এসময় তারা বিভিন্ন মার্কেট ও দোকানের মালিক-কর্মচারি এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এর আগে, ড. হেলাল উদ্দিন ফুলবাড়িয়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়।