
দীর্ঘ প্রায় সাত বছর পর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাত ১১টার দিকে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে তার গাড়ি প্রবেশ করে। সেখানে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত অবস্থান করেন তিনি। গাড়িতে বসেই স্বামীর মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। পরে তিনি পাশে থাকা গণভবন এলাকা ঘুরে দেখেন। গাড়ি থেকেই গণভবনের বাইরে জুলাই অভ্যুত্থানের নানা চিহ্ন দেখেন। সেখান থেকে পূর্বাচলের সড়ক ঘুরে গুলশানের বাসায় ফিরেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন মানবজমিনকে বলেন, রাতে ম্যাডাম বিএনপি’র প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। এরপরে ম্যাডাম গণভবন যান। সেখানে বাইরে থেকে ৫ই আগস্ট গণভবনের দেয়ালের গ্রাফিতি ও চিহ্ন দেখেন। সেখান থেকে বিএনপি চেয়ারপারসন পূর্বাচলের ৩০০ ফিট সড়ক হয়ে ফিরোজায় যান।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া বুধবার রাত ১০টায় গুলশানের বাসভবন থেকে নীল রঙের একটি গাড়িতে করে বের হন। শেরেবাংলা নগরে পৌঁছানোর পর গাড়িতে বসেই তিনি মোনাজাতে অংশ নেন। এসময় গাড়িতে খালেদা জিয়ার সঙ্গে তার দুই ভাই প্রয়াত সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ ও শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ছিলেন। ওদিকে খালেদা জিয়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের মাজার এলাকায় জড়ো হতে শুরু করেন।
জিয়াউর রহমানের মাজারের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা।
২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিশেষ জজ আদালত থেকে রায় ঘোষণার পর ঢাকার কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি চেয়ারপারসন। এর কিছুদিন আগে সর্বশেষ বিএনপি চেয়ারপারসন নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।