Image description
লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)-এর নতুন কমিটি গঠনকে ঘিরে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, সদ্য ঘোষিত কমিটিতে ইসলামী ছাত্রশিবিরের অন্তত পাঁচজন সক্রিয় কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়, গত ২ অক্টোবর ২০২৫ ইং তারিখে দালালবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ড এবং কামানখোলা হাই স্কুল শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে।
এ ঘটনায় ছাত্রশিবিরের কর্মী সোহান নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কমিটির নিন্দা জানিয়ে বলেন,
“আমি এই বিষয়ে অবগত নই। ছাত্রদলের কমিটিতে আমাদের সংগঠনের কয়েকজন কর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”
এ বিষয়ে দালালবাজার ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান সভাপতি উভয়েই নিশ্চিত করেছেন যে, উক্ত কমিটিতে ছাত্রশিবিরের পাঁচজন সক্রিয় কর্মী রয়েছেন।
অভিযোগ অনুযায়ী, কামানখোলা হাই স্কুল কমিটিতে রয়েছেন—
 ১. পিয়াস হোসেন ২. মোঃ ইব্রাহিম ৩. মোঃ সোহান ৪. হৃদয় হোসেন
এছাড়া ৪নং ওয়ার্ড কমিটিতে রয়েছেন— ১. ওমর ফারুক।
এই ঘটনার পর স্থানীয় ছাত্র রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে— “প্রতিদ্বন্দ্বী সংগঠনের কর্মীদের নিয়ে ছাত্রদলের কমিটি কেন ও কিভাবে গঠন করা হলো?”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরিষ্কার করা প্রয়োজন, যাতে বিভ্রান্তি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।