
চট্টগ্রামে জুবায়ের উদ্দিন হত্যা মামলায় চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আবদুর রহমান ওরফে আলফাজ ও ছাত্রদলের কর্মী মো. পারভেজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৫ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছর নগরীর চান্দগাঁও স্পোর্টস জোন নামক টার্ফ মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জুবায়ের উদ্দিন নামে ওই যুবককে হত্যা করা হয়েছিল।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। রোববার তারা আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, গত বছরের ২০ সেপ্টেম্বর নগরীর চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় টার্ফ মাঠ দখল নিয়ে নগর যুবদলের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন ও কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ওই সংঘর্ষে জুবায়ের উদ্দিনকে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুবায়ের উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নগরীর চান্দগাঁও থানায় আলফাজসহ ৪০ জনের নাম উল্লেখ করে ৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।
অন্যদিকে ঘটনার পর যুবদলের ওই দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।