Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘শুধু একটি ভোটের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক মানবিক এবং জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকে এই গণ-অভ্যুত্থান হয়েছে।’

রংপুরে আজ শুক্রবার (১৭ জানুয়ারি) জেলা কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নুরুল হক নুর। তিনি বলেন, পুরোনো পদ্ধতি জিইয়ে রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। জনআকাঙ্ক্ষা পূরণের জন্য গণঅভ্যুত্থান হয়েছে। তাই পূর্ণাঙ্গ সংস্কারের মাধ্যমে নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেছেন, ‘যে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি। যারা এতগুলো মানুষকে হত্যা করেছে রাজপথে রক্ত ঝরেছে গুলি করেছে বাংলাদেশকে বিদেশি তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছে, সেই আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আমরা আশা করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়েছে ,কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। এ দেশের জনগণ সে সুযোগ দেবে না।’

এ সময় পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সদস্য হানিফ খান সজিবসহ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।