Image description
» হাসিনাসহ তিনজনের মামলায় সর্বশেষ সাক্ষীর জবানবন্দি শেষ । রায় হতে পারে নভেম্বরে । » আবু সাঈদ , আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য চলছে । রায় হতে পারে জানুয়ারিতে । » কাদেরসহ আ.লীগের ১০ নেতার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে ।

গত বছরের জুলাই - আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী নভেম্বরে ঘোষণা করা হতে পারে । আরও তিনটি মামলার সাক্ষ্য গ্রহণ ডিসেম্বরে শেষ হয়ে রায় হতে পারে আগামী বছরের জানুয়ারিতে । এসব মামলায় আসামি রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তাসহ ৫৭ জন । অর্থাৎ ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁদের বিরুদ্ধে মামলার রায় হতে পারে । আসামিদের সর্বোচ্চ সাজার ব্যাপারেও আশাবাদী প্রসিকিউশন ।

জুলাই - আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ ও ট্রাইব্যুনাল - ২ - এ । বর্তমানে এই দুই ট্রাইব্যুনালে চারটি মামলার সাক্ষ্য গ্রহণ চলছে । এর মধ্যে শেখ হাসিনা , সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক ( আইজি ) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষীর জবানবন্দি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে ।

আগামী সপ্তাহে তাঁর জেরা শেষ হলে এই মামলায় সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হবে । এরপর যুক্তিতর্ক শেষে রায়ের দিন ঘোষণা করবেন ট্রাইব্যুনাল । শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা এই মামলার বিচারকাজ চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল - ১ - এ । তদন্ত কর্মকর্তাসহ এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন । তাঁদের মধ্যে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির ( এনসিপি ) আহ্বায়ক মো . নাহিদ ইসলাম । এর বাইরে তদন্তকারী কর্মকর্তাকে সদ্য প্রয়াত লেখক - গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের দেওয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল । সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল - মামুন এই মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন । এই মামলায় সাক্ষ্য গ্রহণকালে বিভিন্ন ভিডিও ফুটেজ প্রদর্শন ও কল রেকর্ড শোনানো হয় । প্রসিকিউশন জানায় , এই মামলায় আর সাক্ষ্য নেওয়া হবে না ।

আগামী সোমবার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করা হবে । এরপর উভয় পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে । পরে মামলাটির রায়ের জন্য দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল । সে হিসেবে চলতি অক্টোবরের মাঝামাঝি শেষ হতে পারে এই মামলার বিচারিক কার্যক্রম । রায় হতে পারে নভেম্বরে । আদালত অবমাননার একটি মামলায় এরই মধ্যে শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল -১ । জানতে চাইলে এই মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন আজকের পত্রিকাকে বলেন , শেখ হাসিনার মামলায় জেরা ও যুক্তিতর্ক শেষ হতে আরও দুই সপ্তাহ লাগতে পারে । রায় লিখতে একটু সময় লাগবে । সে ক্ষেত্রে এই মামলার রায় নভেম্বরে হতে পারে । চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণও বেশ এগিয়েছে । এ পর্যন্ত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে । এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পুলিশের আট সদস্য আসামি । তাঁদের মধ্যে চারজন পলাতক । ঢাকার সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর পাঁচটি লাশ ও জীবন্ত

একজনকে পোড়ানোর ঘটনায় করা মামলার বিচারকাজ চলছে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল - ২ - এ । এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন সাতজন । মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন আটজন । সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আট আসামি পলাতক । রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণও চলছে ট্রাইব্যুনাল - ২ - এ । এই মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছেন ৬ জন । আসামিদের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য মো . হাসিবুর রশীদসহ শিক্ষক , নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা এবং পুলিশ কর্মকর্তারা রয়েছেন । প্রসিকিউশন সূত্র জানায় , রামপুরায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে । তাঁদের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন । আসামিরা পুলিশের সদস্য । কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক আর্ট অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন । তা আমলে নিয়ে অভিযোগ গঠনের জন্য ১৪ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল -২ ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ( প্রশাসন ) গাজী এম এইচ তামীম বলেন , ‘ রামপুরা , চানখাঁরপুল , হাসানুল হক ইনু , আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর ও আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করছি । সাক্ষ্য গ্রহণ শেষ হলে যুক্তিতর্ক উপস্থাপন করতে সপ্তাহখানেক লাগতে পারে ।

এরপর রায়ের জন্য দিন ঠিক করবেন ট্রাইব্যুনাল । সব অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট সাক্ষ্য - প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে । আশা করছি , আসামিদের সর্বোচ্চ সাজা হবে । ' তিনি বলেন , “ ওবায়দুল কাদের ( আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ) ও জুনাইদ আহমেদ পলকসহ ( সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ) অন্তত ১০ জনের বিরুদ্ধে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে । এরপরই তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে । বিচার কার্যক্রম শুরুর পর এসব মামলায়ও জানুয়ারির মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করা যাবে বলে আশা করি । ’ ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে , রাজধানীর কল্যাণপুরের — জাহাজবাড়ী’তে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক , ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লা । গুমের মামলায় কারাগারে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান , র‍্যাবের সাবেক কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকী । উত্তরায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো . আতিকুল ইসলামসহ ছয়জন কারাগারে রয়েছেন । এসব মামলার তদন্ত চলছে ।

জুলাই-আগস্টের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কারাগারে থাকা সাবেক মন্ত্রী আনিসুল হক , আমির হোসেন আমু , শাজাহান খান , কামরুল ইসলাম , লে . কর্নেল ( অব . ) মুহাম্মদ ফারুক খান , আব্দুর রাজ্জাক , রাশেদ খান মেনন , কামাল আহমেদ মজুমদার , গোলাম দস্তগীর গাজী ও ডা . দীপু মনি , সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক । গ্রেপ্তার দেখানো অন্যদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী , সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক , সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম এবং সাবেক এমপি সোলায়মান সেলিম । তাঁদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা । সাভারে পুলিশের এপিসি থেকে আসহাবুল ইয়ামিনকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় করা মামলায় কারাগারে রয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান ওরফে সুজনসহ চারজন । ওই মামলায় আসামি ১৩ জন । মহাখালী - তেজগাঁওয়ে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সাবেক কাউন্সিলর নাসির কারাগারে রয়েছেন । এই দুই মামলারও তদন্ত চলছে ।

এ ছাড়া ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে হত্যাকাণ্ড , কক্সবাজারের কাউন্সিলর একরাম হত্যা , চট্টগ্রামে ওয়াসিম হত্যাসহ রাজধানীর মিরপুর , মোহাম্মদপুর , যাত্রাবাড়ী , নরসিংদী , নারায়ণগঞ্জ , সিলেট , রাজশাহী , গাজীপুর ও লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের ঘটনায় করা পৃথক মামলার তদন্ত কার্যক্রম চলছে বলে ট্রাইব্যুনালের সূত্র জানায় । । শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান ছাড়া আরও কয়েকজন পলাতক আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেন , ‘ ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি মামলার বিচারকাজ শেষ হতে পারে । আমি ন্যায়বিচারের জন্য আদালতকে সহায়তা করব । রায় কী হবে , সেটা আদালতের বিষয় । তবে আইনজীবী হিসেবে আমার আসামিরা খালাস পাবেন বলেই আশা থাকবে । ”