Image description

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন।

 
 

মঙ্গলবার (স্থানীয় সময়) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে ড. ইউনূস বৈশ্বিক শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন। তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোস আধানম ঘেব্রেইসাস, চিলির সাবেক প্রেসিডেন্ট ও উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করেন।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ড. ইউনূস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত ক্রমবর্ধমান বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের অবদান নিয়ে আলোচনা করেন। আলবানিজ বিশেষভাবে বাংলাদেশের কমিউনিটির ভূমিকা তুলে ধরেন এবং ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তার অংশগ্রহণের কথা স্মরণ করেন।

 

 

রানি ম্যাক্সিমার সঙ্গে বৈঠকে বৈশ্বিক স্বাস্থ্যবিমা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনী আর্থিক খাত—যেমন জীবন ও স্বাস্থ্যবিমা, দীর্ঘমেয়াদি সঞ্চয় ও পেনশন স্কিম—নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস মাতৃস্বাস্থ্যসেবায় ঋণপ্রাপ্তির গুরুত্বের কথা তুলে ধরে প্রস্তাব দেন, গ্রামীণ নারীদের ডিজিটাল স্বাস্থ্যপরীক্ষার মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যুক্ত করলে অগণিত জীবন বাঁচানো সম্ভব হবে। তিনি বৈশ্বিক ওষুধশিল্পের পুনর্গঠন ও সামাজিক ব্যবসা ভিত্তিক ওষুধ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন এবং রানী ম্যাক্সিমাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. টেড্রোসের সঙ্গে বৈঠকে যৌথ অগ্রাধিকারমূলক বিষয় ও সাম্প্রতিক বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

দিনশেষে ড. ইউনূস দুটি গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করেন—একটি ছিল Fashion for Development, এবং অন্যটি সামাজিক উদ্ভাবনে সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতা বিষয়ক আলোচনা।