Image description
 

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা। তিনি জব্দ করা শেখ হাসিনার চারটি অডিও ক্লিপসহ ফোনালাপ ট্রাইব্যুনালে জমা দেন। এগুলো ট্রাইব্যুনালকে শোনানো হয়। 

অডিওতে ধারণ করা এসব ফোন আলাপে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করা, হেলিকপ্টার থেকে বোমা/গুলি বর্ষণ করা, ল্যাথাল উইপেন ব্যবহার করা, আন্দোলনকারীদের তালিকা করে পাকড়াও করা, রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি দেওয়া ও হত্যার হুমকি, ছাত্রলীগকে মাঠে নামিয়ে বোম্বিং করা,  ইন্টারনেট সেবা বন্ধ করা, আগুন লাগানো, জঙ্গি ট্যাগ দিয়ে প্রোপাগান্ডো ছড়ানোসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। 

 
 

বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ বুধবার এসব অডিও দাখিল করা হয়। বাংলাদেশ টেলিভিশনসহ সকল  গণমাধ্যমে বিষয়টি সরাসরি সম্প্রচার করা হয়। 

শেখ হাসিনার এই ফোনালাপের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে একটি, জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে দুটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের একটি ফোনালাপ রয়েছে।

 

এ মামলায় শেখ হাসিনা ছাড়া অপর দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।