Image description

যুক্তরাষ্ট্রে স্বাধীন মতপ্রকাশের বিতর্ক নিয়ে মুখ খুললেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। স্পেনের সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে তিনি ভালোবাসেন, কিন্তু এখন তিনি আর তার নিজের দেশকে চিনতেই  পারছেন না। এক বিতর্কিত মন্তব্যের জেরে সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি তাদের জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ ’-এর সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। বিষয়টি ঘিরে যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ পরিস্থিতিতে জোলি হতাশার কথা জানালেন। 

কিমেল তার অনুষ্ঠানে বলেছিলেন, 'চার্লি কার্ককে হত্যাকারী তরুণ যে তাদের নিজেদের দলের নয়, এটা প্রমাণ করতে 'মাগা ‘ (ট্রাম্প সমর্থক গোষ্ঠী) মরিয়া হয়ে উঠেছে।’ এই মন্তব্যের পরই ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার এবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন, যার জেরে কিমেলের অনুষ্ঠানটি স্থগিত করা হয়। যদিও সমালোচনার মুখে এবিসি জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে কিমেলের শো আবার সম্প্রচারে ফিরবে। পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে জোলি সতর্ক করেন, ‘আমরা এমন গুরুতর সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে আমাদের সাবধানে কথা বলতে হবে। আমরা সবাই খুব কঠিন সময়ের মধ্যে বাস করছি।’

কিমেলের অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেক অভিনেতা ও শিল্পী। হলিউড তারকা মার্ক রাফালো সতর্ক করে বলেছেন, ‘এখন যুক্তরাষ্ট্রের সরকারই মতপ্রকাশের স্বাধীনতা দমন করছে, যা দেশটাকে স্বৈরশাসনের দিকে নিয়ে যাচ্ছে।’

অ্যাঞ্জেলিনা জোলির কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘একজন শিল্পী ও যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আপনার ভয় কী?’ জোলি একটু ভেবে উত্তর দেন, ‘এটা খুবই কঠিন একটি প্রশ্ন। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু বর্তমানে এ সময়ে এসে আমার দেশটাকে আর চিনতে পারি না।’ 

জোলির কথায়, 'বিশ্বের প্রতি আমার দৃষ্টি সমান। ঐক্যবদ্ধ এবং আন্তর্জাতিক। যেকোনো জায়গায় যে কোনো কিছু যা কারো ব্যক্তিগত অভিব্যক্তি এবং স্বাধীনতাকে  সীমিত করে, আমি মনে করি, খুবই বিপজ্জনক।"

সূত্র : সিএনএন