
জাতিসংঘের বৈঠকে যোগ দিতে গিয়ে একের পর এক যান্ত্রিক সমস্যার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারমধ্যে জাতিসংঘ সদর দফতরে এসকেলেটর বিকল হয়ে যাওয়ার ঘটনায় জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছে হোয়াইট হাউস। এ ঘটনায় জড়িত থাকলে বরখাস্তের আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্মীদের।
মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে পৌঁছালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ওঠার সময় হঠাৎ থেমে যায় এসকেলেটর। এতে বাকি সিঁড়ি হেঁটে উঠতে হয় তাদের।
এখানেই শেষ নয়, জাতিসংঘে ভাষণ দেওয়ার ঠিক আগে খারাপ হয়ে গেল টেলিপ্রম্পটার। এমন একের পর এক ঘটনায় ষড়যন্ত্র দেখছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ইচ্ছাকৃতভাবে যদি জাতিসংঘের কেউ এসকেলেটর বন্ধ করে থাকে, তবে তাদের অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশ দৈনিক দ্য টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, কিছু জাতিসংঘ কর্মী নাকি মজা করে বলেছিলেন, ট্রাম্পের আগমন উপলক্ষে তারা এসকেলেটর ও লিফট বন্ধ করে দেবেন এবং বাজেট সংকটের অজুহাত দেখাবেন।
এসব ঘটনার পর জাতিসংঘের বিরুদ্ধে নিজের রাগ অবশ্য গোপন করেননি ট্রাম্প। ভাষণের মাঝেই তিনি জানান, জাতিসংঘে এসে আমি দুটি জিনিস পেয়েছি। খারাপ চলমান সিঁড়ি ও একটি খারাপ টেলিপ্রম্পটার। ট্রাম্প আরও জানান, তিনি সাতটি ক্ষেত্রে সফল হয়েছেন। যদিও এরমধ্যে কয়েকটিতে ওয়াশিংটনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তবু বিশ্ব নেতাদের উদ্দেশে তিনি দাবি জানান, এ সাফল্য তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্যতা প্রমাণ করে এবং একই সঙ্গে জাতিসংঘের অকার্যকারিতা স্পষ্ট করে।
বিডি প্রতিদিন