Image description
30

জুলাই সনদের আইনি ভিত্তি, আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতিসহ চার দফা দাবিতে জামায়াত  ও ইসলামী আন্দোলনের সঙ্গে সমমনা দলগুলোর অভিন্ন কর্মসূচির সূচনা হচ্ছে আজ। প্রথমদিনের কর্মসূচির আয়োজক চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন । আজ বিকালে রাজধানীর জুরাইন রেলগেট সংলগ্ন বিক্রমপুর প্লাজা চত্বরে গণসমাবেশের মাধ্যমে রাজপথের আন্দোলনের সূচনাপর্বে যাচ্ছে তারা। এই কর্মসূচির মাধ্যমে নির্বাচন সামনে রেখে সমমনা এই দলগুলোর ঐক্য প্রক্রিয়া মাঠে গড়াচ্ছে বলে মনে করা হচ্ছে। এই প্রক্রিয়ায় এখন পর্যন্ত সাতটি দল একমত হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এখনও এই প্রক্রিয়ায় যুক্ত হয়নি। তবে আজকের সমাবেশে এনসিপি’র প্রতিনিধি থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 

এদিকে চার দফা দাবি আদায়ে যুগপৎ কর্মসূচি ঘোষণায় আজ দুপুরে প্রায় কাছাকাছি সময়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। রাজধানীর মগবাজার আল-ফালাহ্‌ মিলনায়তনে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলনের আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা দেবে। আর দুপুর ১টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে  অভিন্ন কর্মসূচি ঘোষণা দেবে ইসলামী আন্দোলন। গতকাল দুই দলের পক্ষ থেকে গণমাধ্যমে এ বিষয়ে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। 

ঢাকা-৪ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ্‌ আল-মাদানীর সভাপতিত্বে জুরাইনে গণসমাবেশে  অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর চরমোনাই)। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই গণসমাবেশে বক্তব্য রাখবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ইসলামী আনেদালনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতির নির্বাচন, দৃশ্যমান বিচার, সংস্কারের দাবিতে সোচ্চার সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। পর্যায়ক্রমে তারাও নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা দেবে। 

অভিন্ন কর্মসূচির সমর্থক বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক জাতীয় পার্টি ও আওয়ামী লীগের জোটসঙ্গী ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধেরoo দাবি তুলেছেন। গতকাল পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মামুনুল হক দাবি করেন, জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের ঘাড়ে ভর করে পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। আমরা পুনর্ব্যক্ত করছি- জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। 

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগুজে, অকার্যকর লেখায় পরিণত করা যাবে না। যেকোনো মূল্যে জুলাই সনদকে কার্যকর করতে হবে। এটি আগামী সংসদের হাতে ছেড়ে দেয়া যাবে না। অতীত অভিজ্ঞতা বলে, ক্ষমতায় গিয়ে সবাই ক্ষমতার বাইরে থাকা অবস্থার প্রতিশ্রুতি ভুলে যায়- ৭২-এর বিশেষ ক্ষমতা আইন তার জ্বলন্ত উদাহরণ। 

দাবি আদায়ে কয়েকটি কর্মসূচি দেন মামুনুল হক। এগুলো হচ্ছে ১৮ই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল; ১৯শে সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল; ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল।