
একের পর এক উদ্যোগ। পুলিশের অভিযান। বিশেষ অভিযান। যৌথ বাহিনীর অভিযান। অপারেশন ডেভিল হান্ট। লক্ষ্য অপরাধীদের গ্রেপ্তারের পাশপাশি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার। কিন্তু ব্যর্থ হয়েছে সব কৌশল। কিছুদিন আগে লুটের অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু তাতেও মিলছে না সাড়া। লুটের এসব অস্ত্র উদ্ধারে তেমন কোনো অগ্রগতি নেই। সরকারি এসব অস্ত্র উদ্ধার না হওয়াটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এসব অস্ত্র লুটের পর হাত বদল হয়ে অপরাধীদের কাছে চলে গেছে। কার কাছে কীভাবে এসব অস্ত্র আছে এবং সেগুলো কীভাবে ব্যবহার হচ্ছে সেই তথ্যও নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এসব অস্ত্র ব্যবহার করে ইতিমধ্যে খুনখারাবি থেকে শুরু করে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে।
কিছু অভিযানে অপরাধীদের কাছে লুটের অস্ত্র মিলেছে। লুটের অস্ত্র কেনাবেচায় পুলিশেরও সংশ্লিষ্টতা মিলেছে। উদ্ধার না হওয়া ১৩৫৩টি অস্ত্র এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন- জাতীয় নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা এখন বড় চ্যালেঞ্জ। কারণ এসব অস্ত্র নির্বাচনে ব্যবহার হওয়ার শঙ্কা রয়েছে। কারণ ছোট বড় অপরাধী থেকে শুরু করে এসব অস্ত্র এখন অনেক রাজনীতিবিদদের কাছে আছে। লুট হওয়া অস্ত্র ১ বছরের বেশি সময় ধরে উদ্ধার না হওয়া ও সব কৌশল ব্যর্থ হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে।
পুলিশ সদর দপ্তর জানায়, গত বছর ৫ই আগস্টের পর দেশের ৬৬৪টি থানার মধ্যে ৪৬০ থানা ও ১১৪টি ফাঁড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও গণভবন থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৫ হাজার ৭৫৩টি অস্ত্র লুট হয়। এ ছাড়া ৬ লাখ ৫২ হাজার ৮৩২টি গোলা-বারুদ নিয়ে যায় দুর্বৃত্তরা। লুট হওয়া অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে ৪ হাজার ৪১০টি। এখন পর্যন্ত উদ্ধার হয়নি ১ হাজার ৩৫৩টি। এছাড়া গোলা-বারুদের মধ্যে উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৩৪৯টি। এখনো উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ৬৫৯টি। পুলিশ জানায়, লুট হওয়া ১ হাজার ১০৬টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে ৯৯১টি। আরেকটি মডেলের ১২টি রাইফেলের মধ্যে ১১টি উদ্ধার হলেও একটি উদ্ধার হয়নি। এসএমজি-(টি-৫৬) ২৫১টির মধ্যে উদ্ধার হয়েছে ২২১টি। এলএমজি (টি-৫৬) ৩৪টির মধ্যে উদ্ধার হয়েছে ৩১টি। পিস্তল (টি-৫৪) ৫৩৯টির মধ্যে উদ্ধার হয়েছে ৩২৫টি। ৯ ইনটু ১৯ মিমি ১ হাজার ৯২টি পিস্তলের মধ্যে উদ্ধার হয়েছে ৬৩০টি। ৯ ইনটু ১৯ এসএমজি/এসএমটি ৩৩টির মধ্যে সবকটি উদ্ধার হয়েছে। ১২ বোরের শটগান ২ হাজার ৭৯টির মধ্যে উদ্ধার হয়েছে ১৬৭৫টি। ৩৮ মিমি গ্যাসগান ৫৮৯টির মধ্যে উদ্ধার হয়েছে ৪৫৮টি। ৩৮ মিমি টিয়ারগ্যাস লাঞ্চার ১৫টির মধ্যে উদ্ধার হয়েছে ৮টি। এখনো উদ্ধার হয়নি ৭টি। ২৬ মিমি পিস্তল ৩টির মধ্যে একটি উদ্ধার হয়েছে। গোলাবারুদের মধ্যে বিভিন্ন বোরের ৬ লাখ ১২ হাজার ৯৮২টির মধ্যে উদ্ধার হয়েছে ৩ লাখ ৯৪ হাজার ১১২টি। এখনো উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার ৭২০টি। বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস শেলের ৩১ হাজার ২১২টির মধ্যে উদ্ধার হয়েছে ১৯ হাজার ৮২১টি, বিভিন্ন ধরনের টিয়ারগ্যাস গ্রেনেড ১ হাজার ৪৮৬টির মধ্যে ১ হাজার ১৯৫টি, সাউন্ড গ্রেনেড ৪ হাজার ৭৪৬টির মধ্যে ৩ হাজার ৫৭৪টি, কালার স্মোক গ্রেনেড ২৭৩টির মধ্যে ২৩২টি, সেভেন মাল্টিপল ব্যাং স্টান গ্রেনেড ৫৫টির মধ্যে ৩৩টি, ফ্ল্যাশ ব্যাং/৬ গ্রেনেড ৯০০টির মধ্যে ৬১৬টি ও হ্যান্ড হেল্ড টিয়ারগ্যাস স্প্রে ১৭৮টির মধ্যে উদ্ধার হয়েছে মাত্র ৬২টি।
অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তৌহিদুল হক মানবজমিনকে বলেন, লুট হওয়া যেসব অস্ত্র এখনো উদ্ধার হয়নি, সেগুলো সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি। সামনে জাতীয় নির্বাচন আসছে এ অস্ত্রগুলো নির্বাচনে ব্যবহার হওয়ার অনেক আশংকা রয়েছে। এ ছাড়া আমরা দেখতে পেয়েছি যে চাঁদাবাজি, ছিনতাই, দখল বাণিজ্যের হাতবদল হয়েছে। এ অস্ত্রগুলো এসব অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। পুলিশকে দ্রুতই চিরুনি অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করতে হবে, না হলে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) এমদাদুল ইসলাম মানবজমিনকে বলেন, লুট হওয়া অস্ত্র নিয়ে মারাত্মক শঙ্কা রয়েছে। কারণ অপরাধীরা জানে এটা দিয়ে কোনো অপরাধ করলেও তাদের ধরা যাবে না এবং দায়বদ্ধ করা যাবে না।