Image description

সংগঠনের আদর্শ ও স্বার্থ বিরোধী কার্যক্রম চলমান রাখার অভিযোগে কেন্দ্রীয় সংগঠক আর এম রাশিদুল হক দিনারকে বহিষ্কার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এই বহিষ্কারাদেশ প্রদান করা হয়েছে।

রাশিদুল হক দিনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে জিএস পদে অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। এ ছাড়া সম্প্রতি চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সংগঠনের চবি শাখার সদস্য সচিব আল মাসনূনকে দায়ী করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি। আল মাসনূন কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ আহসানের ঘনিষ্ঠ।

বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে একাধিকবার কারণ দর্শানোর নোটিশ প্রেরণের পরেও তার যথাযথ জবাব না দেওয়া এবং সংগঠনের আদর্শ ও স্বার্থ বিরোধী কার্যক্রম চলমান রাখায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সংসদের সংগঠক আর এম রাশিদুল হক দিনারকে গঠনতন্ত্রের ৬.৬.৪ ধারা মোতাবেক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান এই নির্দেশ প্রদান করেন। একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের দায়িত্বশীলদের উল্লেখিত ব্যাক্তির সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করেন।

বহিষ্কারের কারণ জানতে চাইলে আর এম রাশিদুল হক দিনার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সংগঠনের সকল বিষয়ে অন্ধ আনুগত্য না করে খারাপ কাজের সমালোচনা করায় আমাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া আমার একটি রুলস ভায়োলেন্স হয়েছে বলে ঢাকায় এসে কারণ দর্শাতে বলা হয়, আমি চাকসু নিয়ে ব্যস্ত আছি জানানোতে দ্রুত এ সিদ্ধান্ত নিয়েছে।