
গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা আজও আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি রাষ্ট্রকে এর দায় এবং সরকারকে দায়িত্ব নিতে হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন।
গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধের দাবি জানিয়ে জাপা মহাসচিব বলেন, তাদের নিষিদ্ধ করার দাবি করছি সরকারের কাছে। আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, এর জন্য গণঅধিকার পরিষদ কোনোভাবেই দায় এড়াতে পারে না।
জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দেয়নি উল্লেখ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী সংগঠন। এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে। আমরা মনে করি গণঅধিকার পরিষদ সেই আইনের মধ্যে পড়ে গেছে।
তিনি বলেন, যারা মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তাদের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হচ্ছে না। অন্যদিকে যারা মবের বিরুদ্ধে কথা বলছে, উল্টো তাদেরকে গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে একটি দেশের সরকার চলতে পারে না এবং দায়ও এড়াতে পারবে না।
জাপা মহাসচিব বলেন, সরকার যদি আইন ও ন্যায়বিচারের শাসক হয়ে থাকে, তাহলে সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।
নুরুল হক নুরের ওপর হামলায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়কে স্বাগত জানান শামীম হায়দার পাটোয়ারী। একইসঙ্গে জাপার কার্যালয়ে হামলার তদন্ত কমিটি গঠনেরও আহ্বান জানান তিনি।