Image description
বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপূংশক ড. ইউনুস। মাথা নত করার ও একটা লেভেল থাকে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃনা করা শিখেছি।
 
রবিবার( ৩১ আগস্ট) দুপুর ২ টা ৫২ মিনিটে জাতীয় নাগরিক পার্টির ডেপুটি চিফ অরগানাইজার ডা.মাহমুদা মিতু তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার প্রধানকে নিয়ে তিনি এসব মন্তব্য করেন। 
 
প্রধান উপদেষ্টাকে ‘পাগল’ সম্বোধন করে ডা. মাহমুদা মিতু বলেন,“বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নপূংশক ড. ইউনুস। মাথা নত করার ও একটা লেভেল থাকে !! তবে ব্যবসাটা ভালো বুঝছে পাগলায়।”
 
গ্রামীন ইউনিভার্সিটি পাশ করছে, হাস্পাতাল করা, কর মওকুফ, বছর বছর ধরে তার এনজিও বন্ধুদের এম্পাওয়ার করা মানে নিজের লোকজনকে আগামী ১০০ বছর খাওয়ার ব্যবস্থা সিস্টেমে ফাইনাল করছে। উনাকে দেখে মেরুদণ্ডহীন অতি জ্ঞানীদের আমি ঘৃনা করা শিখেছি।