Image description

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যে পরীক্ষা শেষে রাত পৌনে ১২ টার দিকে বাসায় ফিরেছেন।

মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধায়নে স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে রাত ১১টায় বাসার উদ্দেশ্য রওনা করে ১১ টা ৪৩ মিনিট পৌঁছেছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট গুলশান চেয়ারপারসনের বাস ভবন থেকে রওনা করে রাত ৮টায় তিনি বসুন্ধরা আবাসিকের এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১১ টা ৪৩ মিনিটে বাসায় পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয়। সেখানে জরুরী পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই তাকে আবারও বাসায় নিয়ে আসা হয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেএম জাহিদ হোসেন রাত সোয়া  ১২টার দিকে বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ড কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছে। সেসব পরীক্ষার জন্যই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।” 

খালেদা জিয়া সর্বশেষ ১৮ জুন রুটিন স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন।


গত ৬ মে তিনি চার মাস লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন। লন্ডনে অবস্থানকালে তিনি লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসা গ্রহণ করেন।

ঢাকায় ফেরার পর থেকেই খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নিচ্ছেন। এ দলটি নিয়মিতভাবে তাঁর বাসায় চিকিৎসা সহায়তা দিচ্ছে।