Image description

সুনামগঞ্জের দিরাইয়ে পাওনা টাকা ফেরত চাওয়ায় রাজানগর ইউপি সদস্য, ইউনিয়ন যুবলীগ নেতা রেনু মিয়া ও তার লোকজনের হামলায় আহত হয়েছেন একই গ্রামের বিএনপি সমর্থক আলতাব মিয়াসহ ১৫ জন। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

এলাকা সূত্রে জানা যায়, রেনু মিয়া ও তার ভাতিজা নবীর ও শাকিলদের কাছে আলতাব মিয়া জলমহাল পাওয়ার আশায় টাকা দিয়েও পরিশেষে তা পাননি। জলমহাল না পেয়ে আলতাব মিয়া রেনু মিয়ার কাছে ওই টাকা ফেরত চাইতে গেলে মারামারির সৃষ্টি হয়।

এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হন। আহতরা হলেন- ইয়াসমিনা (৩০), হাদিস মিয়া (৫৭), জমিলা খাতুন (৮০), মনির মিয়া (২১), দবির মিয়া (৩০), প্রদীপ (২০) বোরহান (৩৫), নুরুল হক (৬৫), আখলাক মিয়া (২২), বিল্লাল হোসেন (৩৫), মো. মুছা (২২), কবির (২২), মিনারা (৩৫), কমলা বেগম (২৫), আছিয়া বেগম (২১)। এদের মধ্যে ইয়াসমিনা, হাদিস মিয়া ও জমিলা খাতুনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে যুবলীগ নেতা ও ইউপি সদস্য রেনু মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, এটা তারা নিজেরা নিজেরাই মারামারি করে আমার ওপর দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে।

মারামারির ঘটনার সত্যতা স্বীকার করে দিরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রাজ্জাক বলেন, সংবাদ শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোন পক্ষ থেকে এখনও অভিযোগ পাওয়া যায়নি।