Image description

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান মো. মাহবুব আলম সেলিম (৫৮)। তিনি সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ।

এরমধ্যে পট পরিবর্তনের পর গত ১৪ মার্চ কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের সংক্ষিপ্ত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহবায়ক করা হয় মাহবুব আলম সেলিমকে, সদস্য সচিব করা হয় মো. জাহিদ খানকে। কিন্তু শনিবার রাতে কাশিয়ানী থানা পুলিশ মাহবুব আলম সেলিমকে এনসিপির সমাবেশে বাধা দেওয়া সংক্রান্ত নাশকতার মামলায় গ্রেপ্তার করে ।

 

তিনি ওই ইউনিয়নের কুসুমদিয়া গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্লার ছেলে।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্থ করতে কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে সড়কে ফেলে ও দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পালিয়ে যায় । এ ঘটনায় পরদিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি একটি মামলা দায়ের করেন। এতে ৭৪ জনের নাম উল্লেখ ও ৩শ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

এ ব্যাপরে গোপালগঞ্জ জেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. আব্দুল্লাহ বলেন, মাহবুব আলম সেলিম চেয়ারম্যানকে আহবায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু সেলিমসহ কমিটির কয়েকজন আওয়ামী লীগ পদধারী হওয়ায় ১৫ দিন পর কাশিয়ানী উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। আওয়ামী লীগের বড় ধরনের কোনো পদপদবীধারীকে দলে নেওয়া যাবে না বলে দলের নির্দেশনা আছে ।

 

খোঁজ নিয়ে জানতে পেরেছি মো. মাহবুব আলম সেলিম আওয়ামী লীগের বড় পদে ছিলেন। এটা জানার পর ওই কমিটি স্থগিত করা হয়েছে।