
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সংস্কার করে লাভ কী হয়েছে? মইনুদ্দিন-ফখরুদ্দিনও সংস্কার সংস্কার করেছিলেন। এর পরিণতি আমারা পেয়েছি। তাদের সংস্কারে দেখেছি, শেখ হাসিনার ফ্যাসিস্টদের দুঃশাসন।’
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সময় তো অনেক হলো। এক বছর হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এর মধ্যে সংস্কার করা তো যাবে।
তিনি আরো বলেন, ‘দেশের স্বার্থে প্রয়োজনীয় সংস্কারের বিরোধিতা বিএনপি করে না, তবে অযথা সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না।