Image description

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য এবং উপদেষ্টা প্রফেসর আবদুল খালেকের দুর্নীতি ঢাকতে স্বামীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান শামা ওবায়েদ’ শীর্ষক যে সংবাদ (১৪ আগস্ট ২০২৫) প্রকাশিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এ সংবাদের প্রতিবাদ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

আজ শুক্রবার (১৫ আগস্ট) রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়, ‌‘প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য: ইউজিসি ও সরকার অনুমোদিত নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক বিষয় প্রতিবছর শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত অডিট ফার্ম দ্বারা অডিট কার্যক্রম সম্পন্ন করা হয়। গত ফেব্রুয়ারি-২০২৫ মাসে শিক্ষামন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত অডিট ফার্ম দ্বারা গত ২০২৩-২০২৪ অর্থ বছরের অডিট কার্যক্রম বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।’

প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, ‘এই অডিট প্রতিবেদনগুলো ইউজিসি ও শিক্ষামন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ২০২৩-২০২৪ সহ ইতিপূর্বে সম্পন্ন হওয়া কোন অডিট প্রতিবেদনে প্রফেসর আবদুল খালেকসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কোন ব্যক্তিবর্গের নামে আর্থিক কোন অনিয়মের চিত্র পাওয়া যায়নি। সুতরাং প্রকাশিত সংবাদে যে অভিযোগগুলো উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, কোন স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।’