
বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আমরা রাজপথে থেকেছি, জেল খেটেছি, সেই সুফল আমরা পেতে যাচ্ছি। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এদেশে ভোটের অধিকারের জন্য লড়াই করেছি।
তিনি বলেন, আমরা যেভাবে শেখ হাসিনার পতন করেছি, সেভাবে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, আমরা সজাগ থাকবো, আমরা রাজপথে থাকবো।
বাবুল আরো বলেন, পৃথিবীর ইতিহাসে বহু স্বৈরাচার, বহু শাসক, রাজা-বাদশা ও স্বৈরাচার সরকারের আবির্ভাব হয়েছে।
কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি হজরত আলী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ-সম্পাদক হুমায়ুন কবির খান, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মজিবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।