
আগামী শুক্রবার (১৫ আগস্ট) ‘গণতন্ত্রের মা’ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
ঢাকায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় বেলা ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, ঢাকাসহ দেশের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
শীর্ষনিউজ