
নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপিসহ মোট ১৬টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছে বলে জানিয়েছে কমিশনের সংশ্লিষ্ট শাখা।
রবিবার (১০ আগস্ট) ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ জানান, এনসিপিসহ ১৬টি রাজনৈতিক দল নিবন্ধনের প্রাথমিক ধাপ পেরিয়েছে। এখন এসব দলের তথ্য মাঠপর্যায়ে তদন্ত করে দেখা হবে।
এর আগে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন জমা পড়ে ১৪৫টি দলের পক্ষ থেকে। তবে নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রাথমিক যাচাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে পারেনি। ফলে, প্রয়োজনীয় ঘাটতি পূরণে গত ২২ জুন এসব দলকে ১৫ দিনের সময়সীমা দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয় ৩ আগস্ট বিকেল ৫টা।
নিবন্ধনের নিয়ম অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি, এক-তৃতীয়াংশ জেলা কমিটি এবং ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণ জমা দিতে হয়। এছাড়াও, দলের কেউ যদি সংসদ সদস্য হয়ে থাকেন অথবা আগের নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ ভোট পেয়ে থাকেন, সেটিও নিবন্ধনের জন্য যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে দলগুলোর আবেদন প্রাথমিকভাবে বাছাই করে নির্বাচন কমিশন। এরপর মাঠপর্যায়ে তদন্ত শেষে দলগুলোর তথ্য যাচাই করে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আপত্তি ও দাবির জন্য সুযোগ দেওয়া হয়। আপত্তি উঠলে তা শুনানি শেষে নিষ্পত্তি করা হয়। কোনো আপত্তি না থাকলে, দলটিকে নিবন্ধন সনদ প্রদান করে নির্বাচন কমিশন।