Image description

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের বেঁধে রাখার পর প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল শুক্রবার (২৫ জুলাই)  দিবাগত রাত তিনটার দিকে উপজেলার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার আফাজ উদ্দিন মণ্ডল শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পৌর বিএনপির একজন সদস্য। তিনি জানান, রাত গভীরে ১৫-২০ জনের একটি দল তার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে। তাদের হাতে ছিল পিস্তল ও দেশীয় অস্ত্র। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের জিনিসপত্র তছনছ করা হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলে লুটপাট।

ডাকাতরা আমাদের চোখ-মুখ বেধে প্রাণনাশের হুমকি দেয়। পরে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে চলে যায়, বলেন আফাজ উদ্দিন।

আফাজ উদ্দিনের ছেলে ইলিয়াস কাঞ্চন বলেন, ডাকাতদের প্রায় সবাই হাফপ্যান্ট পরা ও মুখ ঢাকা ছিল। তারা প্রথমে দুটি কক্ষে থাকা সদস্যদের বেঁধে ফেলে, এরপর পুরো বাড়িতে তল্লাশি চালায়। তারা আমাদের চোখ বেঁধে রাখলেও আমি একটু ফাঁক করে দেখতে পেরেছি।

তিনি আরও জানান, ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে তারা পারিবারিকভাবে পরামর্শ করছেন।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার বলেন, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।