Image description

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন গোপালগঞ্জের ফাহিম ভূঁইয়া। তিনি সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার শুরু হওয়ার পর তিনি এ পদক্ষেপ নেন।

গতকাল বিকাল ৪টার দিকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়নের নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন ফাহিম। এ বিষয়ে ফাহিমের বাবা ও চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন ভূঁইয়া বলেন, ‘আমার ছেলে ফাহিম এ বছর এসএসসি পাস করেছে। তার বয়স ১৫ বছর তিন মাস।

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার শুরু হওয়ার পর ইউনিয়নের এক ছাত্রলীগ নেতা আমাকে জানায় ছাত্রলীগের ইউনিয়ন কমিটিতে আমার ছেলের নাম আছে। তখন আমাদের দৃষ্টিগোচর হয়। ইউনিয়ন ছাত্রলীগের ওই কমিটি সর্বশেষ ২০২১ সালে গঠিত হয়। তখন আমার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তখন তার ছিল বয়স ১১ বছর আট মাস, সে কী করে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে থাকতে পারে? কে বা কারা তার নাম ওই কমিটিতে লিখে রেখেছে আমরা জানি না।’ তিনি বলেন, ‘দুই দিন আগে জানতে পেরে আজ (শনিবার) দুধ দিয়ে গোসল করে আমার ছেলে ওই পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়। এখন থেকে ছাত্রলীগের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই।’

এ ঘটনা কেন্দ্র করে সমাজমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। অনেকে বলছেন, ফাহিমের দুধ দিয়ে গোসল করা কৌতুকের বিষয়। অনেকেই বলছেন তার বাবা নয়ন ভূঁইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি, অন্যদিকে ছেলে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এখন ছাত্রলীগের দুঃসময় যাচ্ছে তাই বাবার পদের কোনো সমস্যা না হয় সেজন্যই হয়তো পদত্যাগ করছেন।