Image description

 সিরাজুল ইসলাম শাহীন

আজ শীর্ষ নিউজ,'' নির্বাচন আয়োজনে নতুন সরকার আসছে '' শিরোনামে একটি রহস্যময়  নিবন্ধ ছাপিয়েছে (লিংক কমেন্টে)।  আদ্যোপান্ত মিথ্যা ও ষড়য্ন্ত্রমূলক এই লেখাটির জন্ম যে সেই নাটাই তথা ওয়ান ইলেভেনের আঁতুরঘর, এতে সন্দেহের কোন অবকাশ নেই। জুলাই বিপ্লব ধ্বংসে নিরলস প্রয়াসরত গোষ্ঠীর প্রেসক্রিপশন বাতলানো হয়েছে এতে। ডঃ ইউনুছ সরকারকে ধজঃভঙ্গ করে দিয়ে তারা ২য় অপশন শুরু করতে চায়।

এজন্য বিএনপি জামায়াত দূরত্ব আরো বাড়াতে হবে। সুতরাং ডাহা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়ে পরষ্পরকে চরম উস্কানি দেয়া হয়েছে। মাইলস্টোন ট্রাজিডি নিয়ে আওতার বাইরের কতিপয় রাষ্ট্রীয় সংস্থার অহেতুক হস্তক্ষেপ এবং সিনিয়র কর্মকর্তার বিতর্কিত ভূমিকা  একইসূত্রে গাঁথা। বড় একটি গেম খেলা শুরু হয়ে গেছে ধরে নেয়া যায়। রাজনৈতিক দলের নেতা কর্মীদের সতর্কতার সাথে ফাঁদ এড়িয়ে চলতে হবে। সামাজিক মাধ্যম সহ সর্বত্র কথা বলার সময় এসব বিষয়ে সতর্কতার প্রয়োজন রয়েছে । 

অতীতের মত আরো নানান রকমের  বয়ান সামনে পেশ করা হবে। বিশেষ করে ১৯জুলাই জামায়াতের সফল মহা সমাবেশ এবং পরবর্তী ইতিবাচক হাওয়া এদের মাথা খারাপ করে দিয়েছে। এই অর্জন ব্যর্থ করতে তারা কিছুই বাদ রাখবে না। তাই সর্বস্তরের জনশক্তির ম্যাচুরিটি অপরিহার্য। সকল পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলের যেকোন কাজের মূল্যায়ন জনগণ করবে। তাই  আকারে ইঙ্গিতেও অন্য রাজনৈতিক দলকে হেয় করে যে কোন কথা বলা দলীয় কর্মীদের বন্ধ করতে হবে। বরং গঠনমূলক  কাজে মনোযোগ বাড়িয়ে দেশ পরিচালনার প্রস্তুতি গতিশীল করা জরুরী। একই সাথে সকল স্তরের জনসাধারণের সাথে সম্পর্ক বৃদ্বিতে মনোযোগ দেয়া সময়ের দাবি। চাঁদাবাজি আর দুর্নীতির বিরুদ্বে আইনগত ও সামাজিক প্রতিরোধ সংগঠিত করনে সক্রিয় থাকা যায়। ধৈর্য্য ও প্রজ্ঞার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে জাতীয় ঐক্য ধরে রাখা অপরিহার্য। 

এই প্রতিবেদনের হোতাদের চিহ্নিত করে ব্যাবস্থা নেয়া দরকার। রাষ্ট্রবিরোধী তৎপরতার ছিদ্রপথগুলো বন্ধে তাৎক্ষণিক সাহসী পদক্ষেপ কাম্য। চুপ্পু এবং ক্ষমতাধর ষড়যন্রকারী বিভীষনদের এখনই হঠাতে হবে। জুলাই বিপ্লব ব্যর্থ করার যে কোন অপপ্রয়াস আঙুকরেই প্রতিহত করতে হবে সবাই মিলে দক্ষতার সাথে। মহান আল্লাহ তায়ালা দেশবাসীকে হেফাজতে রাখুন।