
বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচ হেরেছে পাকিস্তান। এতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করল সফরকারী দেশটি। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে সাবেক ক্রিকেটাররা সমালোচনামুখর হয়েছেন। তাদের দলে যোগ দিয়েছেন সাবেক পাকিস্তান অধিনায়ক রমিজ রাজাও।
পিসিবির সাবেক এ চেয়ারম্যান বলছেন, টাফ উইকেটে কীভাবে খেলতে হয়, সেটা পাকিস্তানকে বেশ ভালোভাবেই দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এর সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের স্তুতিও গেয়েছেন তিনি।
রমিজ বলছেন, পাকিস্তানকে ব্যাটিং-বোলিং শিখিয়ে দিয়েছে বাংলাদেশ, ‘ম্যাচ ও সিরিজ-দুটিই পাকিস্তানের হাতছাড়া হয়েছে। বাংলাদেশকে অনেক অনেক শুভেচ্ছা। তারা আবারও পাকিস্তানকে একটা শিক্ষা দিল। কীভাবে কঠিন উইকেটে ব্যাটিং-বোলিং করা উচিত।’
লড়াইয়ের শেষদিকে ক্যাচ মিস করেছে বাংলাদেশ। কিন্তু ফাহিম আশরাফ সুযোগটার ফায়দা লুটতে পারেনি। সে আক্ষেপের সুর ঝরল রমিজের কণ্ঠ থেকে, ‘শেষদিকে বাংলাদেশ কিছু ক্যাচ মিস করেছে। যদি ফাহিম আশরাফ আউট না হতো, তাহলে পাকিস্তান ম্যাচটা জিততেও পারত। কিন্তু নিজেদের জন্য কাজটা তারা অনেক কঠিন করে ফেলেছিল। প্রথম ৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ফেলা মানে ১৩৪ রানের লক্ষ্যকে দ্বিগুণ কঠিন করে ফেলা।’দুর্দান্ত খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটারদের জয়গান গেয়েছেন ৬২ বছরের রমিজ, ‘বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। মাঠে ভরপুর দর্শক ছিল, আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। পাশাপাশি ওদের ব্যাটিং তৃপ্তিদায়ক ছিল। বিশেষ করে জাকের আলী দারুণ ব্যাটিং করেছে। সব মিলিয়ে বাংলাদেশের সামগ্রিক পারফরম্যান্স খুবই সন্তোষজনক ছিল। পাকিস্তানকে এখন হার থেকে শিক্ষা নিতে হবে এবং এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করতে হবে।’ পাকিস্তান সিরিজে ধারাভাষ্য দিতে রমিজ এখন ঢাকায়ই অবস্থান করছেন।