Image description
 

নওগাঁ জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাত খান পিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৩টার দিকে শহরের চকদেব পোস্ট অফিস পাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

 

খোদাদাত খান পিটু শহরের চকদেব পোস্ট অফিসপাড়া মহল্লার সাবেক এমপি অ্যাডভোকেট মৃত আব্দুল হাই খানের ছেলে।

 

নওগাঁ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খোদাদাত খান পিটুর নামে বিএনপি পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানোসহ একাধিক মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সদর থানার পুলিশ আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করে। পরে নওগাঁর এক নম্বর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম চৌধুরী তাকে জেলহাজতে প্রেরণ করার আদেশ দেন।