Image description

অন্তবর্তীকালীন সরকার এনসিপির প্রতি বায়াস্ট, তারা নিরপেক্ষ না, তাদের নিরপেক্ষ ভোট দেয়ার ক্যাপাবিলিটিও নাই। এই সরকারের অধীনে নিরপেক্ষ ভোট হবে না বলে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

রোববার (১৩ জুলাই) সন্ধায় রংপুর মহানগরীর সেনপাড়ার জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবন স্কাইভিউতে প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন দলটির চেয়ারম্যান জি এম কাদের, কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস-চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম-মহাসচি হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে তিনদিনের সফরে ঢাকা থেকে রংপুর আসেন তারা। এসময় নেতাকর্মীরা তাদের শুভেচ্ছা জানান।

‘বর্তমান সরকারের অধীনে ভোট নিরপেক্ষ হবে না’ অভিযোগ করে জাপা মহাসচিব বলেন, ‘আমরা এখনো একটা ফান্ডামেন্টাল প্রশ্নে আছি। বর্তমান সরকার তাদের নিয়োগকর্তা কে সেটা একাধিকবার বলেছে এনসিপির শীর্ষ নেতারা। সেই নিয়োগ কর্তারা একটা দল করেছে। এবং সেই দলের প্রধান তিনি মিনিস্টার ছিলেন। তার সহকর্মীরা এখনো মিনিস্টার আছেন। সেই সরকারটির অধীনে একটি ভোট হলে আমরা মনে করি সেটি নিরপেক্ষ হবে না। কারণ এনসিপির সাথে এই সরকারের ওতোপ্রোতোভাবে সম্পর্ক আছে।’

ভোট নিরপেক্ষ না হওয়ার কারণ তুলে ধরে ব্যারিস্টার শামীম বলেন, ‘এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ অনেকটা গোছানো হয়েছে-রাইটলি অর রংলি। সেইখানে যদি ভোট হয় সেই ভোটে বর্তমান সরকার স্বাভাবিকভাবেই এনসিপি বাং কিংসপার্টিকে একাধিক সুবিধা দেয়ার চেষ্টা করবে। এটি সর্বজন স্বীকৃত এবং এখনো দিচ্ছে। সরকারি সুযোগ সুবিধাতেই তারা অনেক কিছু করছে। তাই আমরা মনে করি এই সরকার প্রাথমিক নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে।’

জাপা মহাসচিব বলেন, ‘এই সরকার অবশ্যই এনসিপির প্রতি বায়াস্ট। নিরপেক্ষ না। সেক্ষেত্রে এই সরকারের নিরপেক্ষ ভোট দেয়ার প্রাথমিক যোগ্যতা আছে বলে আমি মনে করি না। ক্যাপানিলিটিও নেই। কারণ ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে উদ্বুদ্ধ করে, ইন্সপায়ার্ড করে ডিসিপ্লিন করে ভোট করতে যে ক্যাপাবিলিটি করে যে সক্ষমতা লাগে। এই সরকার সেই সক্ষমতা অর্জন করেনি। করতে চায়নি। সরকারের এই সক্ষমতা অর্জনের সক্ষমতাও নাই। আমরা করি সরকার ভোটের রাস্তায় আসলে হাটছে না।‘

‘১৪ থেকে ২৪ দেশে স্বাভাবিক গণতন্ত্র ছিল না’ দাবি করে জাপা মহাসচিব বলেন, ‘বিগত ১০ বছরে দেশে কোনো স্বাভাবিক গণতন্ত্র ছিল না। ১৪ থেকে ২৪ আমরা কখনোই স্বাভাবিক গণতন্ত্র বলতে পারি না। এই অস্বাভাবিক গণতন্ত্রে আমরা ভোটে যে ফলাফল করেছি এটা সঠিক জাতীয় পার্টির ভোটের সঠিক রিফ্লিকশন না।’

‘বিগত সময়ে জাতীয় পার্টির কিছু সিদ্ধান্ত ভুল ছিল’ উল্লেখ করে ব্যারিস্টার শামীম বলেন, ‘আমরা অস্বীকার করি না। আমাদেরও কিছু সিদ্ধান্ত ভুল ছিল। কিন্তু আমরা কখনো জনগণের হত্যাকাণ্ডে সায় দেই নাই। কোনো লার্জ স্কেল দুর্নীতি করিনি। আমাদের কারো বিরুদ্ধে বড় কোনো দুর্নীতির অভিযোগ নাই। আমরা চাঁদাবাজি করিনি। আমরা সন্ত্রাস করিনি। জমি দখল করিনি।’

জনগণ জাতীয় পার্টিকে আবার সুযোগ দিবে দাবি করে জাপা মহাসচিব বলেন, ‘সেক্ষেত্রে আমরা মনে করি জনগণ আমাদের সুযোগ দিবে। জনগণের মনের ভাষায় আমরা দল সাজাচ্ছি। জনগণের মনের ভাষায় আমরা মেনিফেস্টো করবো। জনগণের মনের ভাষায় আমরা নতুন ধারার রাজনীতি শুরু করবো এবং সেটা জনগণের কাছে নিয়ে যাবো। এবং জনগণ আমাদের সুযোগ দিবে। কারণ আমরা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন একটি দল। আমাদের সময় মানুষ নিরাপদে ছিল। আমরা মনে করি জাতীয় পার্টি মানুষের নিরাপত্তা দিতে পারবে।‘

আগামীকাল জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।