
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে। রোববার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এনসিপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
বৈঠকে এনসিপি দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দ চেয়ে নির্বাচন কমিশনের কাছে তালিকাভুক্তির আবেদন জানায়। এছাড়া দল নিবন্ধনের প্রক্রিয়া, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যবস্থা এবং ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছেন দলের নেতারা।