
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জাতি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ পাবে। স্বাধীনতার ৫৪ বছরেও মানুষ ঘরে কিংবা বাহিরে কোথাও নিরাপদ নয়। কারণ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। মানুষের তৈরি মদবাদে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি, হবেও না।
শনিবার (১২ জুলাই) রাতে জামায়াতে ইসলামী বংশাল থানার ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই সমাজ থেকে অন্যায়, অনাচার, শোষণ, জুলুম, নির্যাতন দূর হবে। সমাজে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার, লুটেরা, খুনি, ধর্ষক থাকবে না, থাকতে পারবে না।
তিনি বলেন, পাথর দিয়ে থেঁতলে থেঁতলে কেউ কাউকে হত্যা করার সাহস পাবে না। সমাজের সব ধর্মের মানুষ সমানভাবে স্বাধীনতা ও নিরাপত্তা লাভ করবে। নারীর প্রতি সহিংসতা চিরতরে বন্ধ হয়ে যাবে। একটি আলোকিত সমাজ গঠনে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই।
বংশাল থানা আমির মো. মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি নুর আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এসএম আহসান উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, মাওলানা আলমগীর হোসেন আরিফ, ছালাহ উদ্দিন, মাওলানা আসাদ উল্লাহ, মাওলানা সুলতান মাহমুদ, শাহজাহান খানসহ ওয়ার্ড ও ইউনিটের দায়িত্বশীল নেতারা।