Image description

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে মো. হোসেন (৩৩) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (১৩ জুলাই) দুপুর ১১টা ৪০ মিনিটে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

আহত মো. হোসেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলুদিয়া পালং ইউনিয়নের পাড়া পাতাবাড়ি গ্রামের বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, হোসেন প্রতিদিনের মতো বাঁশ কাটতে সীমান্তে যান। কাজ করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, এবং মুহূর্তেই তার বাম পা উড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে এবং সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়েই হঠাৎ মাইন বিস্ফোরণ হয়। পা সম্পূর্ণ উড়ে যায়। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয়দের ভাষ্য মতে, মিয়ানমার সীমান্তবর্তী এই এলাকাগুলোতে মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। কেবল গত এক মাসেই এই সীমান্ত এলাকায় কমপক্ষে ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক, উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। গ্রামবাসীরা সীমান্ত এলাকায় নিয়মিত টহল, সতর্কতামূলক চিহ্ন ও জনসচেতনতামূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ঘটনার বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।