
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘আওয়ামী লীগকে দরদ দেখানোর কোনো সুযোগ নেই। তাদের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্ক রাখা যাবে না।’
মঙ্গলবার (৮ জুলাই) যশোর নগর মহিলা দলের চার নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নার্গিস বেগম বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা লুকিয়ে থেকে দেশকে আবারও অনিরাপদ করার চেষ্টা করছে। যে কারণে দেশে হত্যা, খুন ও ধর্ষণ বেড়ে গেছে। তাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসর সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।’
তিনি আরো বলেন, ‘নারীরা সমাজ বদলের হাতিয়ার। বেগম খালেদা জিয়া একজন নারী হয়ে তার যথার্থ প্রমাণ দিয়েছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশে নির্বাচিত সরকার নেই বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চুপ করে আছে, তারা কাঙ্ক্ষিত ভূমিকা পালন করছে না।’
লুৎফুন্নাহার লাবনীর সভাপতিত্বে এবং নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্নার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগম, নগর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং নগর বিএনপির চার নম্বর ওয়ার্ড সভাপতি আলী হোসেন মদন।