
চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহমেদ (৪২) কে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তার পাসপোর্ট নম্বর: AO 3566539।
সোমবার (১৯ মে) বেলা ১২টার দিকে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আগমন করলে, তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে, গোবিন্দগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা থাকায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্র জানায়, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নম্বর-৯/৪০৭, তারিখ ০৭/১১/২৪ ইং, ধারা ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৫, ৩৮০, ৪২৭, ৪৩৬, ৫০০, ৫০৬, ১১৪/৩৪ এর অধীনে মামলা রয়েছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, ওই দিন দুপুরে জামিল আহমেদ বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন। বহির্গমন সিল দেওয়ার জন্য ডেস্কে পাসপোর্ট জমা দিলে অনলাইনে তার নাম স্টপ লিস্টে পাওয়া যায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
এদিকে, ভারত অপরাধীদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্তপথে অনেকেই সেখানে পালিয়ে যাচ্ছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কেউ কেউ ধরা পড়লেও, অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে ভারত পাড়ি দিচ্ছেন।