Image description

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা। আজ রাত পৌনে ১০টার দিকে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের অবস্থান কর্মসূচিতে যোগ দেন।

মিছিলে অংশ নেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড.মু.রেজাউল করিম,সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ। মিছিল শেরাটনের মোড়ে এসে রাস্তায় বসে পড়ে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড.হেলাল উদ্দিন, সেক্রেটারি ড.মু. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

ওদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে বলেন, দেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবি গণহত্যাকারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এ দাবিতে গড়ে উঠা আন্দোলন সফল হয়েই ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি আদায় থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ।