Image description

সরকারপ্রধান (শেখ হাসিনা) হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়াটা চরম লজ্জার বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. মশিউর রহমান।

তিনি বলেছেন, শেখ হাসিনা মাছ রান্না করেছিলেন, কিন্তু খেয়ে যেতে পারেননি।

অপকর্মের জন্য শেষ পর্যন্ত তাকে পালাতে হয়েছে। তাই আপনারা যারা আছেন, এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ আপনাদের ছুড়ে ফেলে দেয়।

শনিবার (১০ মে) দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. মো. মশিউর রহমান এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখতে জনগণের ওপর নাৎসি বাহিনীর মতো অত্যাচার করেছে। কেউ কথা বললেই তাকে আয়না ঘরে পাঠানো হতো। ফ্যাসিস্ট হাসিনাকে এক মাস আয়না ঘরে রাখতে পারলে, দেশের মানুষের মনে জমে থাকা ক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হতো। আমি আহ্বান জানাব, ক্ষমতার মোহে পড়ে আপনারা কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবেন না।

এ সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ, সেলিমাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান ডিয়ার, আবু বক্কর সিদ্দিকসহ প্রমুখ।

সম্প্রতি দৈবজ্ঞহাটি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত সচিব ড. মো. মশিউর রহমান। সভাপতি মনোনয়নের পরে প্রথমবারের মতো এই শিক্ষাপ্রতিষ্ঠানে আসেন সাবেক এই সরকারি কর্মকর্তা। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা তাকে ফুলের শুভেচ্ছা জানান।