Image description

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সব ধরনের মিছিল-মিটিং যখন বন্ধ, ঠিক তখনই কক্সবাজার শহরের কলাতলীতে ঝটিকা মিছিল করেছে যুবলীগ।

মঙ্গলবার ভোরে কলাতলী ডলফিন মোড় থেকে শুরু হওয়া মিছিলে ১০ থেকে ১৫ জন অংশ নেয়। এ নিয়ে পুলিশের মধ্যে অস্বস্তি বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মিছিল করার সময় সবার মুখ ছিল মাস্ক ও কাপড় দিয়ে মোড়ানো। যুবলীগের ব্যানারে করা এই মিছিলে ছাত্রলীগের নেতাদেরও দেখা গেছে। শহর যুবলীগ মোনাফ সিকদারের নেতৃত্বে মিছিলে নুনিয়াছড়া এলাকার ছাত্রলীগ নেতা, ১২ নম্বর ওয়ার্ডের একাধিক ছাত্রলীগ নেতা মিছিলে অংশ নেন।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, পুলিশ প্রশাসনের নীরব ভূমিকাই এমন ঝটিকা মিছিলের সুযোগ করে দিচ্ছে। তারা বলেন, মোনাফ সিকদার আগেও সমিতিপাড়া ও খুরুশকুল এলাকায় সরকারবিরোধী কার্যক্রম পরিচালনা করেছেন। এমনকি শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ এবং পোস্টার সাঁটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ আজও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বাংলাদেশ যুবলীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর ক্যাপশনে বলা হয়, ‘হটাও ইউনুস, বাঁচাও দেশ’ দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমদ জয়ের নির্দেশে শহর যুবলীগ নেতা মোনাফ সিকদার এতে নেতৃত্ব দেন। তবে মিছিলে সবার মুখে মাস্ক থাকলেও মোনাফ সিকদারের মুখ ছিল খোলা।

এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন চৌধুরী বলেন, ভোরে যারা মিছিল করেছে, তারা একাধিক রাজনৈতিক মামলার আসামি। তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।