Image description

জাতীয় নির্বাচন নিয়ে আশাবাদী হলেও অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৫ মার্চ) বিকেলে রাজধানীর বাসাবোর মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দলের এক কর্মশালায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, আমাকে অনেকে বলে- ভাই নির্বাচন কি হবে, নির্বাচন কি হবে? আমি রাজনৈতিক নেতা হিসেবে বলি যে- আমি আশাবাদী, নির্বাচন হবে। কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে আমি ভাবি, অনেকে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, আমরা তো বার বার বলেছি, নির্বাচন হলে আমাদের মাঠে থাকতে হবে, আমরা মাঠে থাকবো। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা সরকারে যাবো। জনগণ যদি আমাদের ভোট না দেয়, যাকে দেবে তাকে আমরা মেনে নেবো। আমাদের কথা পরিষ্কার, আমরা জোর করে রাতের আধারে নির্বাচন করে ভোট নিতে চাই না। আমরা আর দিনের বেলা মানুষের ভোটের অধিকার হরণ দেখতে চাই না। সরকারকে অনুরোধ জানাব, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন।

 
 

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আজকে এই সরকার সংস্কার সংস্কার করতে করতে মুখে ফেনা তুলে ফেললো। কিন্তু সংস্কার কী হলো, এটা কিন্তু আমি এখনো দেখিনি। আমার নজরে আসেনি যে, কী সংস্কার হয়েছে। আপনাদের নজরে আসছে কিনা- জানি না। আমাদের ৩১ দফা নিয়ে যদি সরকার কাজ করা শুরু করতো, তাহলে কোনো অবস্থাতেই সংস্কার সংস্কার করে মুখে ফেলা তুলতে হতো না।

 

নির্বাচনের কথা শুনলে অনেকের মাথা খারাপ হয়ে যায় বলে মন্তব্য করেন আব্বাস। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনেকের ভয়। হ্যাঁ- ভয় আছে, কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে। তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা সংস্কার কর্মসূচি ও জনসম্পৃক্তি’ শীর্ষক এই কর্মশালা হয়।

মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনা কর্মশালায় দক্ষিণের নেতারা বক্তব্য রাখেন।