
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পঞ্চগড় থেকে আগামী ১০ বছরে একজন প্রধানমন্ত্রী হবেন এমন বক্তব্যে অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে। তবে আমার কাছে মনে হয়- এমন স্বপ্ন তো আমরা দেখতেই পারি।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন 'ডিইউসেপ'-এর ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
সারজিস বলেন, রাষ্ট্র কাঠামো কীভাবে চলে সেটিও অল্প সময়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমার দেখার সুযোগ হয়েছে। আমরা যদি কেউ এই স্বপ্ন দেখি সেটা বাস্তবায়ন হতে পারে। হয়ত এই অনুষ্ঠানে উপস্থিত কেউ বা এখানে নাই এমন কেউ প্রধানমন্ত্রী হতে পারে, হওয়া উচিত আমরা এটা প্রত্যাশা করি।
তিনি বলেন, আজকে থেকে আট মাস আগে যদি বলতাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে সেটা 'মকারি' হিসেবে শোনাতো। তবে বর্তমানে পট পরিবর্তনে নিজ জেলার মানুষদের সাথে নিজ ক্যাম্পাসেই একত্রিত হতে পেরে বেশ ভালো লাগছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চগড়ের 'পাওয়ার হাউজ' উল্লেখ করে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় যাওয়ার স্বপ্ন দেখতে বলেন। যারা রাজনীতি করবে তাদের সংখ্যাটা যেন মোট শিক্ষার্থীর ১০ শতাংশ হয়। যেকোনো প্রয়োজনে পঞ্চগড় পরিবার একসাথে কাজ করবে বলেও প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে ঢাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেন, পঞ্চগড়ের মানুষদের নিয়ে একত্রে ইফতার মাহফিলে বসতে পেরে খুব ভালো লাগছে। পঞ্চগড়কে এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো। এসময় সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসরাফিল শাহীন, গণিত বিভাগের অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিনিয়র সহকারী পরিচালক রবিউল ইসলাম, পঞ্চগড় জেলা সমিতির সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকি, সংগঠনটির সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু দেলোয়ার হোসেন রুবেল, এসএমই ইউসিবির ডেপুটি হেড আজিজুর রহমান রকি, ফারইস্ট গ্রুপের সিইও নবীন চন্দ্র রায়, রেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সফিউল আলম, আইনজীবী আহসান হাবীব, সোহানা এন্টারপ্রাইজের পরিচালক মো. সাজিবুর রহমান সাজু। এছাড়াও অনুষ্ঠানে ঢাকাস্থ পঞ্চগড় জেলার শিক্ষক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ীরা অংশ নেন।